. # 'তিস্তা-তোর্ষা' #
(কবিতা)
'তিস্তা' নদী একটু দূরে যদিও
কিন্তু 'তোর্সা' ! মহল্লার পাশে,
'উত্তর'-এর এই দুই দুষ্টু কন্যা
আমার যে হৃদয় জুড়ে বসে!
তিস্তা হয় ভয়াবহ ঘোর বর্ষায়
সামলে রাখা কঠিন সে কাজ!
তোর্সাও আগে ছিল বিধ্বংসী
পাড়-বাঁধা পড়ে, শান্ত আজ।
তোর্সার পাড়েই বেড়ে উঠেছি
খেলেছি কত খেলা, তার চরে,
মনে হয় সে সব ছিল গতজন্ম!
চিন্তায়...অলীক স্বপ্ন ভর করে।
রাজরাজড়ার দেশ কুচবিহার
ছেড়ে এসেছি আমি, বহুকাল !
কিন্তু এখনো মানস চক্ষে দেখি
ঐ দু'নদ, ভরা-কটালে উত্তাল।
***********************
সুব্রত ভৌমিক ১৯০৫২০২৪ কোল-৭৫
***********************