.             # 'টিচার্স ডে-২০২৪' #
                         (ছড়া)

'শিক্ষিত' ও 'বিদ্বান' শব্দ দু'টি কিন্তু সমার্থক নয়!
ডিগ্রি ছাড়াও! বহু শিক্ষিত-মার্জিত মানুষও হয়।

স্কুল কলেজ তৈরী করছে আজ বহু বহু 'বিদ্বান'
কিন্তু, প্রকৃত অর্থে শিক্ষিত তার মধ্যে হয় ক'জন?

এ সবের মূল কারণ, মনে হয় সামাজিক অবক্ষয়
বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ 'নকল' শিক্ষকও হয়!

'সার্থকতা' নয় ! 'অর্থিক সফলতা'-ই  ধ্যানজ্ঞান
ছাত্র ও শিক্ষকদের একই লক্ষ্য, একই সোপান।

ছাত্র-শিক্ষের সুসম্পর্ক, আজ নেই বল্লেও চলে
সুপ্রতিষ্ঠিত ছাত্ররা, স্কুল কলেজকে যায় ভুলে।

'টিচার্স-ডে' র তাৎপর্য হয়তো বিশেষ নেই আর
কিন্তু, পুরোনো পড়ুয়াদের কাছে অমূল্য...'স্যার'।

আবার ফিরতে পারে না পুরোনো সেই বাতাবরণ?
প্রেম-বন্ধনে, ছাত্র-ছাত্রী-শিক্ষক হবে আপনজন।

যেন না হয়! "আর-জি-কর" নৃশংসতার পুনরাবৃত্তি
ভগবান দূর কর ! মানুষের মনের নৃশংস প্রবৃত্তি!

****************************
সুব্রত ভৌমিক  ০৫-০৯-২০২৪ কোল-৭৫
****************************