. # 'তথাকথিত' #
(কবিতা)
সত্যিকারের মহান ব্যক্তিত্ব, নিজ গুণে সেরা
তাঁদের দলে লুকিয়ে থাকা-
ভেকধারীদের নিয়ে আমার দু'চারটি কথা।
তিনিই তথাকথিত বিখ্যাত উকিল বাবু, সবার
যিনি চেপে দিয়ে সত্য-
আসামীদের প্রমাণ করেন নির্দোষ, বারবার।
তথাকথিত সফল মাস্টার তিনিই সর্বত্র স্বীকৃত
যিনি বেছে বেছে পড়িয়ে-
পরীক্ষার আগে ফাঁস করে দেন, সব প্রশ্নপত্র।
তথাকথিত বড় ডাক্তার-ইন্জিনিয়ার-প্রফেসর
যারা আখের গোছাতে-
নেতা-মন্ত্রীকে খুশি রাখেন ! ভালো চাটুকার।
তথাকথিত খ্যাতনামা হিসাব রক্ষকদের পেশা
ডুয়ো তথ্য জোগাড় করে-
অসৎ লোকের কালো টাকা, সব করা সাদা।
পিতামাতার সন্মান ঠেকেছে আজ তলানিতে
তথাকথিত 'বেস্ট' মা-বাবা তারা
যারা বিপুল অর্থে সন্তানকে পারেন খুশি করতে।
তথাকথিত কিছু গুণীকে লোকে বলে বুদ্ধিজীবী
ছলাকলা ওদের জীবিকা
স্বার্থের বিপরীতে যান না, করতে দেশ শক্তিশালী।
তথাকথিত বিশাল নেতা-নেত্রি... অভিনয়ে পাকা
মিষ্টি মুখে সুখদুখের সাথী
পেছনে চুরি করে রাতারাতি বনে যান কোটিপতি!
মনকষ্ট পেতে পারেন কোন সজ্জন, লেখাটি পড়ে
আসলে, ভাল বাছা কঠিন !
হাটে মুড়ি-মুড়কি বিক্রি হয় যে সর্বত্র, সমান দরে।
তবে, অন্ধকারের শেষে দেখা যাচ্ছে আশার আলো
তাঁরা জনাকয়েক বিচারক
সারা বাংল তাকিয়ে ! কবে ঘুচাবেন বাংলার কালো ?
*********************************
সুব্রত ভৌমিক ১০-০২-২০২৩ কোল-৭৫
*********************************