'তাল'
(যমক শব্দের ছড়া)
বোনের সাথে তাল মিলিয়ে
তাল পাতার সেপাই--
খোকা ধরেছে আজ বায়না !!
এক্ষুনি...তালের বড়া দিতেই হবে
না হলে তাল-মিলিয়ে--মিলিয়ে-
গান আর তারা শিখবে না।
তাল-বেতালের গল্প বলেও
থামান তাদের যাচ্ছে না !!
ধাক্কা দিয়ে মিনিটাকে...
ছেঁটাল জল তার গায়ে,
লাফ দিয়ে তাল-হারিয়ে সেটা--
পড়ল চৌবাচ্চার সপ্ততাল জলে !!
শেষে... এক-তাল-ক্ষীর এনে
মা দেখান লোভ !!
বাবার ভয়ে,পিঠে তাল-পড়ার আগে
ক্ষীর খেয়ে...থামে তাদের ক্ষোভ। *********************
সুব্রত ভৌমিক ০৩-জুলাই-২০২০
কোলকাতা ৭৫
********************