# 'স্মৃতি' #
(কবিতা)
অর্ধ শতাব্দীরও বেশি পরে...
প্রায় হারানো স্মৃতির রেশ ধরে
গিয়েছি বেড়াতে সপরিবারে
ডুয়ার্সের রাজাভাতখাওয়া হয়ে
জয়ন্তী পাহাড়ে...জঙ্গলের সড়ক পথে ।
খুঁজে ফিরি.....
ছেলে বেলায় দেখা স্বপ্নময় সব কিছু,
আছে, পশু-পাখি-জঙ্গল-বসতি আগের মতই
নেই শুধুই সেই রেল স্টেশন !! রেল কোয়াটার,
রেল পথ আর নদীর উপর রেলের ছোট্ট ব্রিজ !!
আছে, একাকী দাঁড়িয়ে কিছু 'কংক্রিট-পিলার'
নদী বক্ষে, বুকে লেখা নিয়ে সেতুর ইতিহাস।
স্কুলে তখন পড়ি সেভেনে...
পাশের জেলা থেকে এসেছিলাম সেই রেল পথে
স্কুলের বন্ধু ও টিচারের সাথে 'মহাকাল' দর্শনে।
কৈশরে ঐ দুর্গম পাহাড়িয়া পথ ধরে
পৌঁছাতে পারিনি আমরা 'মহাকাল-গুহা'
সে অন্য কথা....
"কু-ঝিক-ঝিক" সেই স্বপ্নের রেল গাড়ী হারিয়ে
মনে অনুভব করেছিলাম...স্বজন হারনোর ব্যথা।
তবে...ফিরেছিলাম বুক ভরে নিয়ে সবাই
প্রকৃতির নয়নাভিরাম নির্মল শোভা।
*********************************
সুব্রত ভৌমিক ২৮১২২০১৯ ১৮১১২০২১ কোল-৭৫
*********************************