. # "স্বার্থপর" #
(কবিতা)
কাজকর্ম শিখে, মেধাবী বাবু সপরিবারে-
দিলেন সাত-সাগর-পাড়ি,
হয়ে গেলেন বিদেশী...বদল হল হাল-চাল !!
পেলেন, খুব ভালো চাকরি।
কতই না কঠিন সংগ্রাম করেছেন জীবনে-
থাকতে নিজের গরীব দেশে,
ওমা !! বিদেশে একটু খানি খাটলেই দেখেন
কত কত টাকা পয়সা আসে !!
প্রায় ভুলেই গেলেন ভালোবাসা আর সব ঋণ-
নিজের অভাবী দেশের কাছে,
স্কলারশিপ নিয়ে স্কুল-কলেজে পড়েছেন বরাবর
ভুল্লেন !! তারও দেবার আছে।
বিদেশের পয়সা তিনি বিদেশের জমিয়ে রাখেন
সামান্যই পায় দেশ মাঝেসাঝে-
যখন বৃদ্ধাশ্রমে টাকা পাঠান বিধবা মায়ের কাছে
আর কদাচিৎ যখন আসেন দেশে।
মেধা-নিষ্ক্রমণ দেশে হোত তখন উদ্বেগজনক হারে
বিংশ শতাব্দীর শেষ ভাগে
মেধাবীদের জন্য ভালই কর্মসংস্থান ছিল এ দেশে !!
অকৃতজ্ঞরা ছাড়ত দেশ, লোভে।
বর্তমানে, যোগ্যতার যোগ্য চাকরি ভারতে অপ্রতুল
মেধাবীরা ছাড়ছে ভিটে সদলে,
দুর্নীতি সরিয়ে দেশে সুদিন আসা !! মনে হয় দুরাশা
দুঃখ আছে, দশের কপালে।
*******************************
সুব্রত ভৌমিক ২৮/০৬/'২০২২ কোল-৭৫
*******************************