. 'স্বামীজী স্মরণ-২০২৫'
✍️সুব্রত ভৌমিক
১২-০১-২০২৫
(কোল-৭৫)
ভরা পেটেই হয় সব ধর্ম-কর্ম
খালি পেটে নয়!
তবেই আসে কাজে সফলতা
আছে তাঁর কথায়।
কিছুতেই ছিল না খুব আকর্ষণ
শুধু আইসক্রিম ছাড়া
তবে 'পুঁই-ইলিশ' পড়লে পাতে !
তাঁর মনকে দিত নাড়া।
"সুস্থ দেহে বাস করে সুস্থ মন"
প্রবাদে ছিলেন বিশ্বাসী
দেহে পুষ্টি যোগানোই মূল কথা
খাদ্য বিচার করা মুর্খামি।
অনিয়ম আর অত্যাচারে অকালে -
বিকল হয় তাঁর দেহ
বয়স দেয়নি সাথ, চল্লিশের উর্ধ্বে
আজও কর্মতে নমস্য।
জীবনে যদি ভালো মানুষ হতে হয়
জানতে হবে স্বামিজীকে,
তাঁর একশ তেষট্টিতম জন্মদিবসে
শ্রদ্ধা জানাই নত মস্তকে।
----------x-------