. # 'স্বামীজীর প্রয়াণ দিবস স্মরণে' #
(কবিতা)
মনে হয়..."নিকেতনে" ফিরে গেছেন স্বামীজী-
যত তাড়াতাড়ি সম্ভব,
বৃথা চেষ্টাতে, আর করেন নি কোন সময় নষ্ট,
তাই, আজ এতো দুর্ভোগ।
স্বদেশ তাঁকে নিয়ে...পরে যতই দেখাক উচ্ছ্বাস!
কিন্তু, প্রথম মান্যতা-বিদেশী,
ম্লেচ্ছ-অব্রাহ্মণ অপবাদে ত্যাজ্য করেছিল তাঁকে-
তাঁর প্রিয় অনেক দেশবাসী।
আজকে, সমাজের দিকে আর তাকান যায় না!
অনাচারে ভরেছে চতুর্দিক,
প্রায় তলিয়ে গেছে স্বামীজীর সব অমূল্য আদর্শ,
বাঁচতে...হতে হবে নির্ভিক।
আজ, মহাপ্রাণ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস-
একশ-একুশ বছর পেরোল,
ব্যথিত চিত্তে স্মরণ করি আজ এই মহামানবকে,
সশ্রদ্ধ...সহস্র প্রনাম রইল।
***************************
সুব্রত ভৌমিক ০৪-০৭-২০২৩ কোল-৭৫
***************************