.    'স্বাগত ইং২০২৫ সাল'

             ✍️সুব্রত ভৌমিক
               ৩১২২০২৪ (১১পি এম)
               কোল-৭৫

যেন নিমেষে পেরিয়ে গেল
         ৮৭৫৯ ঘন্টা,
এক ঘণ্টা পরই ২০২৪ সাল -
          করবে টা টা।

কত শত সুখ-দুখের মুহূর্ত
          উঠছে ভেসে
প্রতিবাদ করার মুহুর্তে আমি
         রইলাম ঘরে বসে।

চোখের সামনে সমাজ পিছোল
         পাপে আকন্ঠ ডুবলো
নিজ-সংসার নিয়েই রইলাম মেতে
        বার্ধক্যে দেখি সব শূন্য।

সু-স্বাগত নূতন বছর...২০২৫ সাল
         পথ দেখিও নব কিরণ !
পর প্রজন্ম, যেন পেয়ে সঠিক দিশা -
         সত্য কে করে বরণ।

          --------x-------