.  'স্ব-অধিকার দাবি- ২০২৪'
                            
এমনো দিন কি আসতে পারে ?
যে দিন সত্যিই দেখবে দেশবাসী -
দুর্নীতি আর তোষামদী নেই !!
ঐ দিন, স্বাধীন হবে ভারতবর্ষ
ভাবনা আমার, বলে যে তাই !!

আমরা এখনো সাহেব ভজি
আদব কায়দায়! সাহেব সাজি,
সাহেবী ভাষা! আঁকড়ে আছি
নিজের ভাষা, ভুলেতে বসেছি,
দেশের পোষাক! প্রায় ছেড়েছি
ছেঁড়া জিনস্ !! পরতে শিখেছি
কিছু কি আর, বাকি রেখেছি?

ভুলেছি সাহেবদের বর্বরতা !!
সুযোগ পেলেই বিলেত ছুটি -
পেতে আরো আর্থিক সফলতা,
কিন্তু ! খুব ঘটা করে প্রতি বছর -
পালন করি...দিবস স্বাধীনতা।

ভুলেছি! শহীদদের আত্মাহুতি
দিয়েছে, যা অমূল্য স্বাধীনতা,
তাঁদের, খুব কমই মনে রেখেছি
এ আমাদের, ক্ষমাহীন দীনতা।  

হুঁশ, দেশ বাসীর কবে যে হবে?
আদৌ হবে কি? কেউ জানে না,
নিজের টুকু পেলেই তুষ্ট সবাই
দশের কথা, প্রায় কেউ ভাবে না।

সাতাত্তর বছর পর দেশ স্বাধীনতার
পথে বঙ্গ-অধিবাসী, বিনিদ্র রজনী
স্ব-অধিকার দাবিতে সবে সোচ্চার,
দুর্নীতি গ্রাস মুক্ত হোক, দেশ জননী।

এমন স্বার্থপরতা চলতে থাকলে
'শৃঙ্খলে', আবার দেশ যাবে চলে।
তাই... দেরি না করে হও সাবধান
না হলে !! বাঁচবে না মান-সন্মান।

**********🙏*******
✍️সুব্রত ভৌমিক
  ১৫-০৮-২০২৪, কোল-৭৫