.      'শুভ জন্মদিন জিনিয়া'
                
             ✍️সুব্রত ভৌমিক (বাবা)
              ৩১১২২০২৪, কোল-৭৫

প্রিয় জিনিয়া...শুভ জন্ম দিবস
           প্রার্থনা করি-
আগামী দিক, সুস্বাস্থ্য ও সাহস।

পরিবারে, সবার সাথে, সর্বক্ষণ
            থাকুক সুসম্পর্ক
ক্ষণিকের জীবনে আসুক অমরত্ব।

জন্মেছ সাথে নিয়ে এক নূতন বছর -
            ডিসেম্বরের শেষে
যে দিন সবাই নব-আশায় বুক বাঁধে।

বহু বহু বার ফিরে আসুক এ শুভ ক্ষণ
             তোমার জীবনে
প্রার্থনা রইলো আমাদের তাঁর শ্রীচরণে।

                -------- x -------