.        'শ্রীক্ষুদিরাম বসু স্মরণে-২০২৪'
              
                                ✍️ সুব্রত ভৌমিক
                                ০৩ ডিসেম্বর ২০২৪
                                     কোলকাতা-৭৫

মন আজকাল...অনেকেরই কেমন কেমন করে
এত বছর পরেও 'ক্ষুদিরাম' কেন ফিরল না ঘরে?
ফাঁসির পর, সেই শুভ ক্ষণ পরিয়ে গেছে বহুবার
বলে ছিলো জন্ম নেবে, দশ-মাস-দশ-দিন পরে।

স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ বালক 'ক্ষুদিরাম বসু'
তাঁর অসীম মন বলে কেঁপে ছিল...বৃটিশ লুটেরা !!
তাঁর আত্মাহুতির...বহু পরে দেশ পায় স্বাধীনতা
ভুলো মনের আমরা! প্রায় ভুলেই গেছি সব কথা।

দ্বিখণ্ডিত ভারত দেখে, হয়তোবা পেয়েছেন ব্যথা
হিন্দু-মুসলমানের বিদ্বেষ হওয়ার ছিলই না কথা।
এক বৃন্তের ফুল হয়ে সবাই থেকেছেন পাশাপাশি
তাঁর স্বপ্নের অতীত ! বর্তমানের জাত-রেষারেষি।

সোনার বাংলা কলুষিত আজ জাতপাতের দ্বন্দ্বে!
প্রার্থনা করি আবার জন্মে, ফিরিয়ে আনুন ছন্দে।
আজ একশ ছত্রিশতম আবির্ভাবের পূণ্য তিথিতে
রইলো আমার শতকোটি সশ্রদ্ধ প্রনাম তাঁর চরণে।

                     --------------X----------