. 'সৌমিত্র স্মরণে-২০২৩'
(কবিতা)
তাঁকে গড়েছিলেন ভগবান সময় নিয়ে
খুঁত রাখেন নি কোন !!
সাথে দিয়ে ছিলেন শিল্পী সত্তা, ভরিয়ে।
ছিল ঝকঝকে মুখ, বুদ্ধিদীপ্ত গড়নে
উজ্জ্বল গৌরবর্ণ
সুঠামদেহী, যেন রবীন্দ্রনাথ যৌবনে।
রতন সত্যজিৎ রায় চিনে ছিলেন রতন
কারণ একাই ছিলেন
অভিনেতা-কবি-কন্ঠশিল্পী, মনের মতন।
মুগ্ধ ছিলেন সব পরিচালক সিনেমা জগতে
সত্যজিতের মানসপুত্র-
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়-দৌলতে।
আজ, বহু বহু পুরস্কিত সেই শিল্পীর জন্মদিন
রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি
অবক্ষয়িত বঙ্গ পাবে কি এমন শিল্পী, কোনদিন ?
*****************************
সুব্রত ভৌমিক ১৯০১২০২৩ কোলকাতা-৭৫
*****************************