. 'শিশু দিবস-২০২৪'
✍️ সুব্রত ভৌমিক
১৪-নভেম্বর-২০২৪
কুচবিহার।
আজ পালন হচ্ছে দেশে...শিশু দিবস
কিন্তু সব শিশুর সেই শৈশব গেছে কৈ?
তাকে যে হতেই হবে... সেরার সেরা !!
তাই ... পিঠেতে বিশাল ব্যাগ ভর্তি বই।
ময়দান গ্রাস করেছে আজ অট্টালিকা
খেলাধূলা-র মাঠ, প্রায় নেই বল্লেই চলে
মা-বাবা দু'জনেই কাজে ব্যস্ত দিবারাত্রি
শিশু-বিনোদন! শুধু টিভি ও মোবাইলে।
প্রাণে সুরক্ষিত নয় তারা! পোড়া বাংলায়
ধারণার বাইরে অধঃপতন সমাজ-মননে,
বিকৃত মানসিকতার শিকার হচ্ছে শিশুরা
ভয়াবহ ভবিষ্যৎ! যেন অপেক্ষায় সামনে।
মনে হয়, চলতে থাকলে এমন-তর ধারা
মানুষ নামের প্রাণী হারিয়ে ফেলবে ধরা,
উদাসীন থাকার দিন, সবার এখন শেষ
জাগো ... ফেরাও সোনালী দিনের রেশ।
------------x---------