. ' শ্রদ্ধার্ঘ্য '
(কবিতা)
মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ছিলেন প্রাণ পুরুষ
একাই ছিলেন একশ
ছড়িয়ে সুবাস তাঁর ছাড়িয়ে যাবে দেশকাল
তিনি যে "অমৃতপুষ্প" !
স্মরণ সভায় পেয়েছি তাঁর প্রতিভার পরিচয়
সবার মুখে সবিস্তারে
আপশোষ আমার, হয়নি পরিচয় তাঁর সাথে
ওনার জীবিত কালে।
নিরাহংকার, দুর্গত-দরদী, সেবা অন্ত ছিল প্রাণ
কুসুম কোমলতায় পূর্ণ
বিলিয়ে গেছেন অকাতরে কষ্টার্জিত ধনসম্পদ
আমিত্ব ছিল তাঁর গৌণ।
শশব্যস্ততার মধ্যেও তিনি বাঁচিয়ে রেখেছিলেন
তাঁর সাংস্কৃতিক মনপ্রাণ,
ছিলেন, নিখাদ রাবীন্দ্রিক সপরিবারে চিরদিন
শিল্পীকে দিতেন সন্মান।
হত-দারিদ্রতা থেকে একাই গড়েছেন সাম্রাজ্য
প্রচার বিমুখ ধার্মিক মানুষ,
পাঁচজনার মত তিনি মোটেই ছিলেন না সাধারণ
তিনি ক্ষণজন্মা মহাপুরুষ।
বলছি, সদ্য প্রয়াত শ্রী রবীন্দ্র কুমার পালের কথা
'হিন্দুস্থান সুইটস'-এর কর্ণধার,
সবার সাথে সশ্রদ্ধ সহস্র প্রণাম রইল তাঁর শ্রীচরণে
অতি সাধারণ আমার।
******************************
সুব্রত ভৌমিক ২২১১২০২৩ কোল-৭৫
******************************