# 'শহীদ ক্ষুদিরাম স্মরণে' #
(কবিতা)
স্বাধীনতা সংগ্রামের ঊষা লগ্নে
তুমি ছিলে সাইক্লোন, ছিলে ঘূর্ণি !!
শয়তান ইংরেজ-শাসকের দম্ভ--
ফাঁসির মঞ্চে, হাসিমুখে দিয়েছ চূর্ণি।
তোমার তিন সামান্য অন্তিম ইচ্ছের--
একটাও করেনি পূর্ণ বৃটিশ-রাজ...
বালকের প্রাণ ভিক্ষাও করেনি মঞ্জুর !!
তোমার ভয়ে ছিল--
এমনি ভীতসন্ত্রস্ত, ইংরেজ-বাহাদুর !!
ত্যাগের কারনে পূজিত ভগবান রাম,
কিন্তু , তিনি বেঁচেছিলেন বহু বহু বছর !!
তুমি মহান্, তুমি দৃষ্টান্ত, তুমি শুরুতেই
দেশের জন্য নিজেকে দিয়েছ বলিদান !!
আমার কাছে ক্ষুদ্র-রাম...তুমি ক্ষুদিরাম।
আজ কালো দিন....
এগারোই আগস্ট তোমার ফাঁসির দিন,
কুড়ি-একুশ সালে তোমাকে করি সেলাম,
কথা দিয়েছিলে ফিরবে, এসো তাড়াতাড়ি !!
মাথা দিয়ে তোমার পায়ে ! সহশ্র প্রণাম করি।
**********************************
সুব্রত ভৌমিক ১১০৮২০২১ কোল-৭৫
**********************************