. # 'সেকাল-একাল' #
(কবিতা)
সেকালে
পিতার সন্মান রক্ষার্থে
সন্তানরা সপরিবারে, স্ব-ইচ্ছায় গিয়েছিল বনে।
একালে
সুখী-ভোগী অনেক সন্তান
পিতামাতা-কে পাঠায়, বহু দূরের বৃদ্ধাশ্রমে !!
******
সেকালে
ছিল একান্নবর্তী পরিবার
আদরে বড় হত শিশু, সবার কোলে কোলে।
একালে
নিউক্লিয়ার ফ্যামেলি প্রায় সব
মা-বাবা অফিসে, অভাগা শিশু যায় হোস্টেলে !!
******
সেকালে
দুঃখ-সুখে জীবন ছিল সাদামাটা
কম ছিল অহেতুক সব আবদার, কম ছিল পাপ।
একালে
"জীবনে-আরাম" প্রতিযোগিতা চলছে
অতিরিক্ত ভালো করতে , প্রকট হচ্ছে অভিশাপ !!
******
সেকালে
মানুষ ভরপেট খেত ভাত
হাঁটতো,কায়িক পরিশ্রম করত, থাকতো 'ফিট'।
একালে
মানুষের পছন্দ 'জাঙ্কফুড'
'ওন লাইন'-এ ঘরে বসে কাজ, শরীর 'আনফিট'।
******
সেকালে
মানুষ হোত অল্পতেই খুশি
প্রকৃতির সরলতা ছিল সবার মনের গহনে।
একালে
অনন্ত চাহিদা সবার জীবনে
মোবাইল, টিভি কেড়েছে জীবনের শান্তি, অজান্তে।
******
. 'সেকালে' সবই ছিল উন্নত...তা নয় !!
মানতেই হবে প্রভূত অগ্ৰগতি হয়েছে--
জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে...'একালে' !!
তথাকথিত সুখে আছে মানুষ সকলে
তবে...প্রায় নিজের বিবেক ভুলে।
**********************************
সুব্রত ভৌমিক ০৪১১২০২১ কোল-৭৫
**********************************