# 'সঠিক জীবন পথ' #
ছোট্ট থেকে অসছে শুনে
প্রায় সব গুরুজনের আদেশ
"ধম্ম-কর্ম পরে হবে
এখন মনদিয়ে পড়া করো শেষ"।
বলে সবে, "যেন-তেন-প্রকারে
হবি সরকারি অফিসার
কাজ করবি যেমন-তেমন
মন দিবি শুধু দুহাতে কামাবার"।
অনেক কষ্টে, অনেক চেষ্টার পর
এখন সে সরকারি অফিসার
জনতার টাকা লুটে-পুটে-মেরে
পয়সাতে এখন সবার উপর।
দুধে-ভাতে-বিলাসিতায়
ছিল নিয়ে ভরা সংসার
খেয়ালে-বুদ্ধিতে আসেনি
ধীরে ধীরে শরীর হচ্ছে অসার।
জীবনটাকে পয়সা ভেবে
খেটেছে, লুটেছে দিনরাত
টাকা টাকা করে, মাঝ বয়সেই
অসুস্থ শরীর কুপোকাত।
অগাধ সম্পদ তাকে
করেছে ভয়ানক প্রাণে ভীত
স্বজনকে সদা শত্রু ভাবে
বাদ যায়না স্ত্রী-কন্যা-পুত্র !!
বোঝে এখন, জীবন তার
ছিল অসৎ ও অন্ধকার
দীর্ঘ-সুস্থ জীবন হোতো
যদি ধার্মিক জীবন হোতো তার।
ধর্ম মানে নয়কো শুধুই
দিনরাত দেব-দেবীর বন্দনা !!
ধর্ম মানে, সৎ -নিষ্কাম জীবন পথে
ধৈর্যে ধরে নিজেকে জানা।
লোভ-লালসায় ঘেরা জীবন
ঘটবেই সেথা ছন্দ পতন
দুরন্ত- সাফল্য অনিবার্য
যদি নিষ্কাম কর্ম-পথে চলে জীবন।
*********************************
সুব্রত ভৌমিক অক্টোবর ২০১৮
*********************************