. 'স্ব--প্নে--র বি-- ই--কলেজ'।
(কবিতা)
যখন ফিরে তাকাই...জীবনের ছ'ছটা যুগ পেরিয়ে
দেখি, পুরোনো দিনের স্মৃতি !! অনেক গেছে হারিয়ে।
দীর্ঘ আয়ু-পথের, অনেকটাই আজ নজরে ধূসর
স্পষ্ট মনে পড়ে শুধু...কিছু কিছু দুঃখ-সুখের কথা
আর সাথে !! বি ই কলেজে কাটানো পাঁচটি বছর।
সেই ফেলে আসা আমাদের...ঘন-নবযৌবন মাখানো-
কলেজ ক্যাম্পাসে কাটানো, স্বপ্নিল হোস্টেল জীবন,
ঢেউয়ের মত... এক সাথে ওঠা--বসা--চলা--ফেরা...,
আশ্চর্য !! আটান্ন বছর পর !! স্মৃতিতে আজও অম্লান।
উচ্চবিত্ত-মধ্যবিত্ত... শহুরে স্মার্ট -গঞ্জের গোঁয়ার !!
হরেক রকম, মেধাবী ছাত্রদের একসাথে চলা শুরু
হোস্টেল রুমে একঘরে...পাশাপাশি চার চারজন !!
র্্যার্গিং-এর ভয়ে কাঠ !! সবার বুক করে দুরু-দুরু।
কিন্তু...বছর না ঘুরতেই !!
সিনিয়র-জুনিয়র মিলেমিশে সম্পর্কে...দাদা-ভাই।
পড়াশুনার সাথে...খেলাধুলা, জিম, সিনেমা দেখা-
রোমিও-গিরি "বটসে" !! স্বপ্নের দেশে ছিলেম সবাই।
সিনেমার মত...হঠাৎ যেন ভূতের রাজা দিয়েছিল বর
বাড়ির শাসন মুক্ত ! স্বাধীন জীবন ! 'যা খুশী তাই কর'।
হালে, কলেজের হালচাল আলাদা, সব নেই গোচরে
কিন্তু, আটান্ন বছর আগে ? যখন ঢুকে ছিলাম সবাই?
তখন...বি ই কলেজের খুব সুনাম ছিল...দেশজুড়ে।
সারা-বাংলা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই-
মেধাবী ছাত্ররাই ঢুকতো এই কলেজে...কষ্ট করে।
আবাসিক কলেজের ছাত্র-ছাত্রী-জীবন ছিল যেন -
নানা জাতি, নানা ধর্মের...এক মহা মিলন মেলা,
দিনগুলো থাকত, কি মহা-আনন্দেই যে ভরা !!
যে থেকেছে !! শুধু সেই জানে, যায়না এ ভোলা।
কলেজের নাম, কলেজের ধরন পাল্টেছে এখন,
অনাবাসিক হওয়ার পর, ছাত্ররা কি করে জানিনা
তবে, পুরোনো আবাসিক কলেজের ছাত্র-ছাত্রীরা -
'ব্যাচ' অনুসারে...এখনও মিলিত হতে ভোলে না,
যেমন..."বেকা-৭০"-এর....এই ব্যপারে নেই তুলনা।
রবি ঠাকুরের কবিতা দিয়ে, শেষে মনের কথা বলি...
" দিন গুলি মোর সোনার খাঁচায় রইলো না --
সেই-যে আমার নানা রঙের দিনগুলি"।
হে মহান্ বি ই কলেজ...
তোমায় ও আমাদের সেই শিক্ষকদের হাজারো সেলাম,
তুমি ছিলে-আছ-থাকবে, চিরকাল স্বমহিমায় স্মৃতিতে
তোমার দৌলতেই...আমরা সবাই সুন্দর জীবন পেলাম।
********************************
সুব্রত ভৌমিক ১৮-০৬-২০২৩ কোলকাতা-৭৫
********************************