. # 'সন্ধ্যা মুখার্জী স্মরণে' #
(কবিতা)
আশ্বিনে, বঙ্গে ফিরে এলো আষাঢ়!
নিয়ে ঘোর-ঘনঘটা
দুর্গা পুজা ফেলছে ঘাড়ে নিঃশ্বাস!
বাজবে তার বারোটা।
প্রভাত শুরু হল আলো-আঁধারিতে,
বিক্ষিপ্ত অঝোরে বর্ষণ
গীতশ্রী সন্ধ্যা মুখার্জীর জন্মদিন আজ
সারাদিন করব স্মরণ।
বাদল দিনে তাঁর গান কানে ঢালে সুধা,
কিন্তু শুনব কি করে?
বিশাল বাজারের লিস্ট ধরিয়ে গিন্নী বল্ল
এক্ষুনি সব লাগবে।
গীতশ্রীদি-স্মরণে মনটা আজ উড়ু-উড়ু
শুভজন্মদিন বলে কথা!
বাঁচিয়ে রেখেছি, প্রবল গাইবার বাসনা
তবে গায়ক আমি? যা-তা।
দিদি...সশ্রদ্ধ প্রনাম রইল তব শ্রীচরণে,
তোমার গান চিরদিনের
কন্ঠের সুর-ঝংকারে...হৃদয় হয় চনমনে
যেন, প্রেম-সিঞ্চন জীবনে।
************************
সুব্রত ভৌমিক ০৪১০২০২৩ কোল-৭৫
*************************