.        # 'সনৎদা স্মরণে' #
             (শোক-বার্তা)

ছিলে তুমি যেন, ঠিক আপন দাদা
হোত রোজ গান! কত শত কথা !!

আজ সকালেও ছিলে, 'চা-বাগানে'
হাঁটতে হাঁটতে, ভরালে গানে গানে।

তুমি  ছিলে সব গ্রুপেরই 'আইডল'
অশতীপর হয়েও ছিলে সদা চঞ্চল।

আজ, কেন হটাৎ কাটালে সব মায়া!
কেন দিলে আমাদের এত বড় সাজা।

হাসি ছাড়া মুখে ছিল না কোন কথা
বন্ধুদের অসাধ্য হবে, ভোলা এ ব্যথা।

তোমার মত সুহৃদ, খুবই কম নেয় জন্ম
ভাগ্য খারাপ দলের, হয়ে গেলে বিচ্ছিন্ন।

আমি আর তুমি ছিলাম, হরিহর আত্মা!
জন্মসূত্রে, আমরা যে একই স্থানে গাঁথা।

তাঁর প্রিয় পাত্র বলে চলে গেলে আগে
দরকার তোমাকেই, কোন শুভ কাজে।

স্বভাবে-কাজেতে, তুমি হয়েছ অমর
চিরস্থায়ী আসন, পাতবে সব অন্তর।

যেখানেই যাও না কেন, থেকো সুখেতে
প্রার্থনা করি আমরা সবাই অন্তর থেকে।

************************
সুব্রত ভৌমিক  ৩১০৩২০২৪ কোল-৭৫
দাদার ('সনৎ কুমার বসু') মৃত্যুদিন।
************************