# 'সজাগতা' #
(কবিতা)
যারা দুহাত ভরে...যে কোন পথে
করে চলেছেন শুধুই অর্থ উপার্জন
তারা ভোলেন না যেন !! বেলাশেষে মোহনায়
দিতে হবে সব দৌলত... বিসর্জন।
মৃত্যুর পরে...
পরজন্ম আছে কিনা সঠিক জানিনা,
যদি থাকে ...
তবে সঞ্চয় যেন করে, কিছু পাথেয়
যা করবে সুন্দর, নূতন জীবন-ঠিকানা।
গীতার বাণী...
"ভক্তের সব পাপ-পূণ্যের বোঝা
বহন করেন ঈশ্বর".....
তাই...সতর্ক হতে হবে জীবন ভর !!
যেন, কারিকা করে সবারেই কদর।
********************************************
সুব্রত ভৌমিক ১৮১০২০২০ ২৩১১২০২১ কোল-৭৫
**********************************************