.         'শহীদ ক্ষুদিরাম বসু স্মরণে'
                    ✍️ সুব্রত ভৌমিক
                     ১১-০৮-২০২৪ কোল-৭৫

কথা দিয়েছিলেন... ফিরে আসবেন তিনি-
.       দশ মাস দশ দিন হলে পার
হাসতে হাসতে করে ছিলেন জীবন দান!
.       ফাঁসির মঞ্চেও কি নির্বিকার !!

মননে ছিল শুধু, শেকল-বাঁধা দেশের মুক্তির স্বপ্ন,
         কৈশরে-ই তিনি পুরুষ;সিংহ !!
আঠারো বছর বয়সী বিপ্লবী কিশোরের শৌর্যে
            বৃটিশরাজ ভয়ে ছিল কেঁচো !!

ঝুঁকি নেননি !! পরাধীন ভারতের বৃটিশ জজ্
           অপূর্ণ ছিল বন্দীর শেষ বাসনা
পাষন্ডের মত ব্যবহার করেছিল বৃটিশরাজ !!
           ছিল তখন, যে শয়তানের জমানা।

তিন মুঠো ক্ষুদে, মাসী কিনে ছিলেন শৈশবে
           তাই নাম ছিল তাঁর 'ক্ষুদিরাম',
জন্মলগ্নে মৃত্যু পারেনি কেড়ে নিতে মহান প্রাণ!
        কিন্তু, কৈশরেই করেন আত্মদান।

কেন এখনো তিনি আসেননি ফিরে ?...জানিনা
            হয়তোবা দেখছেন ভন্ডামি
প্রায় আগাগোড়া, শিক্ষিতরা দুর্নীতি গ্ৰস্ত আজ
         নেতারা প্রায়ই করেন গুন্ডামি।

সমাজে, কতজন মনে রেখেছেন তাঁর আত্মত্যাগ?
            মনে হয় বৃথা তাঁর জীবনদান,
ইংরেজদের চটি, চেটে যাচ্ছেন বহু ভারতবাসী
            সর্বস্তরে, ইংরেজি ভাষাই প্রধান।

ভারতে, স্বাধীনতা যুদ্ধের ঊষালগ্নে প্রথম শহীদ-
         মেদেনীপুরের বালক বসু ক্ষুদিরাম,
আজ তাঁর...একশো সতেরতম তিরোধান দিবসে
            রইল আমার, সহস্র বিনম্র প্রণাম।

           ********🙏***********