** 'শহুরে বাবু' **
(কবিতা)
গ্ৰামে তাকে দেখেই বোঝা যায়...
এসেছে মেগা-সিটির লোক !!
ইঁট আর কংক্রিটের জঙ্গলে
সুটে-বুটে, দুধে-ভাতে মানুষ,
হালচালে নিজেকে বোঝায়
সে স্মার্ট-শিক্ষিত-আধুনিক।
অনুভবেই নেই, প্রকৃতির কোলে
সাদামাটা সুন্দর জীবন !!
টিন-কাঠ-বেড়ার কাঁচা ঘরে
থাকে কত সুখী লোকজন !!
মফঃস্বল ছাড়িয়ে গ্ৰামে দিলে পাড়ি,
এখনও মেলে অনেক সুন্দর সুন্দর
সব একতালা, কাঁচাপাকা বাড়ি !!
সেথা....
ভোরের সোনালী আলো বেড়ার ফাঁক দিয়ে--
মেঝেতে পড়ে গোল হয়ে, ছিঁটিয়ে-ছিঁটিয়ে।
পূর্ণিমার আলো আর জোনাকি মিলে ঘরে
সৃষ্টি করে মায়াবিনী রাত !! ওঠে চিক্-মিকিয়ে।
'পাগলা হাওয়ার় বাদল দিনে' ঘরে বৃষ্টির ছাঁট
এ সব ভোলা অসম্ভব !!
টিনের চালে অপূর্ব, ঝমঝমিয়ে বৃষ্টির নাচ।
যে দেখেছে, যে থেকেছে, এ স্বপ্ন তার কাছে !!
গ্ৰামে-গঞ্জে-চাষার ঘরে চাঁদ-সূর্য এখনও নাচে।
সুন্দর জীবনে বর্ষিবে শান্তির বারি খাসা
প্রকৃতিকে ভালবেসে সবাই...
যদি না করে ভেদাভেদ...ধনী আর চাষা।
**********************************
সুব্রত ভৌমিক ২৮১০২০২১ কোল-৭৫
**********************************