. # 'রথযাত্রা-সেকাল-একাল' #
(কবিতা)
মফঃস্বল ছেড়ে বহুদিন সপরিবারে থাকি শহরে
শুনেছি, খুব কাছেই হয় রথের মেলা ঘটা করে।
হাঁটা পথ, আমার বাড়ি থেকে হবে মিনিট কুড়ি
অন্য কাজের অজুহাতে বের হলাম গুটি গুটি।
বাড়িতে সত্যি বল্লে ! অনুমতি পেতে চাপ আছে
বয়েস কালে একা একা ছাড়তে রাজি না যে।
গঞ্জে দেখেছি মেলায়, খোকাখুকুর খুশির ঢেউ
মাটির পুতুল কিনতেই হবে, ছাড়বে না কেউ।
বড়রা কিনত ফল-ফুলের গাছ, বর্ষাকালের মেলায়
সেই কারণেই পরিবেশের ভারসাম্য, থাকত বজায়।
কিছুই প্রায় মেলেনা, গ্রামের সাথে শহুরে রথযাত্রা
মানছি, স্মৃতিতে আমার যা যা আছে তা মান্ধাতা।
দেখলাম আজ মেলায় নেতা-নেত্রী, অন্য পরিবেশ
বুঝলাম দিনকাল পাল্টাচ্ছে, সব হয়ে যাচ্ছে শেষ।
****************************
সুব্রত ভৌমিক ২০০৬২০২৩ রথযাত্রা কোল-৭৫
****************************