. # 'পুড়ছে বঙ্গ' #
(ছড়া)
'সাহারা' থেকে এক টুকরো 'অগ্নিবলয়'
কে নিয়ে এলো...শস্য-শ্যামল বাংলায়?
ফুটিফাটা জলাজমি... হাহাকার তৃষ্ণার!
'জলদ-মেঘ' ক'টি, দিতে পারে কেউ ধার?
পরিশোধ করে দেবেই বাংলা... তড়িঘড়ি -
যদি সজল মেঘ, না করে চিরতরে আড়ি।
চাতকের মত চেয়ে ক্লান্ত-শ্রান্ত বঙ্গবাসী
কবে মুষল ধারা বৃষ্টি দেবে, কালবৈশাখী?
ভবিষ্যতে..."আম-ছালা" সবই যাবে চলে!
বন কেটে নগরায়ন, যাবে চলে সব জলে।
কি হতে চলেছে ভবিষ্যতে কেউ জানে না,
উষ্ণায়নই মূলে...কেউ তা অসত্য বলে না।
বাঁচিয়ে রাখে প্রকৃতি, নিজেকে করে ধ্বংস
কমছে দ্রুত বনানী... বাড়ছে চাহিদা সর্বত্র।
'এক্সটিংশন' বা মহাপ্রলয় হয়তো সামনে!
বুঝেও না বোঝার ভান করছেন অনেকে।
যদি না ফেরে বিপথগামী মানুষের সংবিৎ
অচিরেই প্রকৃতি শিক্ষা দিয়ে দেবে, উচিত।
অহং ভুলে, ফিরতে হবে সোনালী অতীতে
বন্ধ করতেই হবে উন্নয়ন...'প্রকৃতি' ধ্বংসে,
ভাবতেই হবে পর প্রজন্মের অস্তিত্বের কথা!
না হোলে, কোনদিন ক্ষমা করবে না তারা।
উন্নত প্রযুক্তিতে হোক বিশ্বযজ্ঞ...'সবুজায়ন'
সবুজই বাঁচাতে পারে এ গ্ৰহ, দূরে করে দূষণ।
**************************
সুব্রত ভৌমিক ২৮০৪২০২৪ কোল-৭৫
আমার ৩০০তম কবিতা ওয়েব সাইটে।
www.bangla-kobita.com
**************************