.      'প্রয়াণ দিবসে বিদ্যাসাগর স্মরণ'    
                       (কবিতা)

ঠিক একশ তেত্রিশ বছর আগে.......
অবিভক্ত বাংলার মানুষ হয়েছিল বড় অসহায়
চোখের জলে ভেসে গিয়েছিল বাংলা, শ্রাবণে
ঐ দিন চিরতরে চলে যান বিদ্যাসাগর মহাশয়।

বিস্মৃতি সর্বক্ষেত্রে...কোন দোষের নয় এখন
মহামানবদের অবদান আর ভাবায় না তেমন,
প্রায় সবাই মনে রাখিনা, তাঁদের আসা-যাওয়া
যেমন উনত্রিশ জুলাই, মনে রাখেন বা কজন?

জীবিত অবস্থায় তাঁর অবদান সর্বজন বিদিত...
অসহায়-মেধা বা দরিদ্র মানুষের ছিলেন মসীহা,
মৃত্যুর পর পরও হয়নি ব্যতিক্রম.....
শ্মশানে, তুলে বসিয়ে প্রাণহীন দেহের ছবি বেচে-
প্রায় কপর্দকশূন্য আলোকচিত্রকর পান প্রতিষ্ঠা।

তাঁর প্রেরণায় অনুপ্রাণিত ছিল বাংলা কিছু দিন
মহাপ্রাণ তৈরী করে উজ্জ্বল করেছিল তাঁর নাম,
আজ....আবার এসেছে তাঁর জন্মজয়ন্তী ফিরে
প্রার্থনা করি তাঁর আশীর্বাদ, রইল সশ্রদ্ধ প্রনাম।

****************************
সুব্রত ভৌমিক  ২৯-০৭-২০২৩  কোলকাতা-৭৫
*****************************