. # 'প্রবাদ-বাক্য ও বর্তমান' #
(কবিতা)
পুরোনো দিনের সবই 'প্রবাদ-বাক্য'
সত্যি অদ্ভুত !
এখনও যেমন হতে দেখি. "দশ চক্রে-
ভগবান ভূত"।
একদম ঠিক, "কয়লা শত ধূলেও
ময়লা যায় না"
বছর বছর জেলখাটা আসামিরও
ভন্ডামি যায় না।
প্রবাদ বলে, "অনেক খেলে অল্প খাবে"
একদম ঠিক কথা
জেলে বন্দী, কিন্তু সম্পত্তি ও ব্যাঙ্কে রাখা
অগাধ কালো টাকা।
"অর্থ অনর্থের মূল"..কথাটি ধ্রুব সত্যি
মানে...দায়ী পুঁজি !
এ জানা সত্বেও ভ্রুক্ষেপ নেই মানুষের
তবু পুঁজিকেই পূজি।
খুঁজলে অরো আছে, বহু 'প্রবাদ-বাক্য'
কিন্তু তাতে হবেটা কি?
কারণ..." চোরায় না শোনে ধর্মের কথা "
জনতা জানে বৈ কি!
*************************
সুব্রত ভৌমিক ২৮-০৪-২০২৩ কোল-৭৫
আজ আদালতের রায়ের প্রেক্ষিতে লেখা।
**************************