. # 'প্রাণহীন প্রান্তর' #
(কবিতা)
বনের মধ্যে শুধুই গাছের প্রাণ!
পশুপাখি সব কোই ?
পার্বত্য মেঘালয় ভ্রমণে প্রশ্ন থাকে-
সর্ব-জনের, এটাই।
বনে জংলী গাছ আছে অনেক
সুস্বাদু ফল কোই ?
পাথুরে-প্রান্তর, আগাছায় পূর্ণ
তৃণভোজীরা নাই।
দাঁড়িয়ে সারি সারি সুপারি গাছ
রাস্তার দু'ধার জুড়ে
পশুপাখি খায় না সুপারি-ফল
পান খেতেই যা লাগে।
নিঝুমতা বিঘ্নিত হয় না, প্রাণীর-
কলতান বা হুংকারে
শুধুই শূন্যতা বিরাজ করে সর্বত্র
পাহাড়-পর্বত জুড়ে।
ঝিঁঝিঁ পোকা ডেকে যায় সদলে
পুজো-ঘন্টির সুরে
মনে হয়, প্রার্থনা জানায় দিনরাত !
'সান্নাটা' যাক্ সরে।
*********************
সুব্রত ভৌমিক ১৩১১'২২ কুচবিহার।
*********************