.            # 'পঁচাত্তরে' #
                (কবিতা)

ষাটে হয় নবজন্ম...পনের হয় পচাঁত্তরে
        পঁচিশ বছর সামনে পড়ে!
কিসের চিন্তা? জীবন কাটাও হুল্লোড়ে।

দায়-দায়িত্ব ! প্রায় সবই গেছে চুকেবুকে
       জমা টাকায় পকেট ভারী
দেশ বা বিদেশে...যেমন খুশি দাও পাড়ি।

যা যা প্রাণে চায়, শরীর বুঝে যাও খেয়ে
          সেই প্রিয়জন সাথে নিয়ে-
যারা থাকবে সাথে সর্বক্ষণ, ভালোবেসে।

দেশ সেবায়, নতুন করে দিওনা যেন যোগ!
          আমলই দেবে না কেউ,
মাল-কড়ি না ঢাললে ! লাগিয়ে দেবে ফেউ।

তাই রাখো, নিজের ভালো নিজের শাসনে
          ভেবোনা ! কি বলবে অন্যে
একটাই জীবন "কালীদা"...থাকে যেন মনে।

**************************
.   সুব্রত ভৌমিক ০৩১০২০২৩ কোল-৭৫
**************************