"পারসোনা"
              (কবিতা)
      
জাঁকালো পদে চাকরি করা যেন--
অনেকটা ছৌ-নৃত্য, মুখোশ পরে নাচা,
মুখোশ পাল্টে পাল্টে যায় কর্মজীবনে,
প্রায়ই....আসল মানুষটা পড়েন চাপা।

প্রাচীন কালে--
সব রঙ্গ-মঞ্চের নিয়ম ছিল বাঁধা .....
নাটক শেষে, মুখোশ যত্নে খুলে রেখে--
রোজের জীবনে, আবার ফিরে যাওয়া,
স্বাভাবিক সুন্দর জীবন যাপন করা।

কিন্তু.....
জীবনের রঙ্গমঞ্চে ! প্রায় সব মনিব--
থাকেন অদৃশ্য মুখোশের অন্তরালে,
ওনারা, বেশির ভাগই হন ছেঁচড়া...
মুখোশ খুলতে,  একদম যান ভুলে !
যখন হন, বড় মাপের হোমরা-চোমরা।

ছলে-বলে-কৌশলে, তারা আতি সজ্জন,
আসলে...তলে তলে আখের গোছান।
ভুলে যান... পৃথিবীতে তিনি অতিথি !!
বেলা শেষে, সঙ্গে যাবেনা কিছুই--
যখন হবে, ভবের সব খেলার ইতি।

"ল্যাটিন" ভাষায়--
মুখোশের বহুবচন হল 'পারসোনা'....
সেগুলোর হয় বিভিন্ন "পার্সোনালিটি",
মুখোশ খুলতে না পারলে সময়মত !
সব বৃথা....জীবনে শূণ্য "কোয়ালিটি"।
**********************************
সুব্রত ভৌমিক ০৪-০৯-২০২১ কোল-৭৫
**********************************