.        # 'পাড়ি' #
     (আধ্যাত্মিক কবিতা)

অনেক হোল দেয়া-নেওয়া
ঘটলো কত না বিচিত্র ঘটনা!
এলো পাড়ি দেওয়ার সময়
কিন্তু যাব কোথায়? জানিনা।

হাসি-কান্নায়...সব সুখে-দুখে
কাল বয়েছে নিজের স্রোতে
ভাবিনি! অনিত্য এই জীবন
ছুটছি ঐ মরীচিকার পিছে।

মায়ার বাঁধন কোরে অশক্ত -
সুযোগ থাকে হওয়া চিরমুক্ত,
কলুষমুক্ত হয়ে উত্তরণ ঘটে
মনুষ্যত্ব থেকে, ফের দেবত্বে।

রাখতে "দাগ"... করছি চেষ্টা
কিন্তু হয়নি পূরন সব আশা,
দেখছি, শান্তিতে দিতে পাড়ি
ত্যাগের পথই, আসল দিশা।

***********************
সুব্রত ভৌমিক ০১০৪২০২৪ কোল-৭৫
************************