# "পাজামার ছড়া" #

দু'পায়ের-জামা আমরা
সাথে ঢাকি লজ্জা,
আমাদের ছাড়া অসম্পূর্ণ !!
দাদার...নিদ্রা যাওয়ার সজ্জা ।

তিন দিন পরে পরে...
সন্ধে থেকে পরের সকাল
এই আধা দিন ছিল ডিউটি,
কত সুখেই না ছিলাম আমরা !!
দেদার ছিল ছুটি।

ছিলাম আমরা চারজন...
নবীন আর দুই প্রবীণ,
মিলেমিশে থাকতাম সবাই
ছিল সব, সুন্দর দিন।

এখন প্রায় মাঝামাঝি
বিষময়...বিশ-বিশ সাল,
হটাৎ হল  'লক-ডাউন'
ঘরে ঘরে সব হল বন্দী
বন্ধ দাদার অফিস যাওয়া !!
আমরা সবাই ভয়ে  কাঁদি।

দুপুর থেকে পরের দুপুর​
বেড়ে, ডবল হোল ডিউটি
ঝি-চাকর সব ছুটিতে​ গেছে !!
'দাদা' ঝাড় দেয়, ঘর মোছে
আর রাত্রে করে, অনেক রুটি !!

কাজের চাপে প্রবীণ সাথীরা
ছিঁড়ে...ছেড়ে গেল সব চলে
পড়ে রইলাম আমরা দুজন !!
গেলাম...আরো রসাতলে।

এখন...
একদিন পর পর
দিন রাত ডিউটি !!
দোকান পাট সব বন্ধ
জুটবেনা আমাদের জানি
আর নূতন কোন জুটি।

'হূঁক'-এ ঝোলে শার্ট-প্যান্ট
দিন রাত, নেই কোন ডিউটি !!
দেখে গা জ্বলে যায়...
শেষমেষ 'ভাইরাস' ধরল চেপে
শুধু আমাদেরই  টুঁটি  !!

ড্রাগন-দেশের বিষ ঠেকাতে
চলছে, দুনিয়া জুড়ে লক্-ডাউন,
এ ভাবে চলতে থাকলে !!
অচিরেই আমাদেরই মতন
বিশ্বের হবে, টোটাল ব্রেক-ডাউন।
********************************
সুব্রত ভৌমিক ১৮০৪২০২০, ০৯১২২০২১ কোল-৭৫
*********************************