# 'পহেলা জানুয়ারি ২০২২' #
(কবিতা)
. ♥
. শুভ হোক
মঙ্গলময় হোক
প্রানভীতি শূন্য হোক
ইংরেজি নববর্ষ ২০২২ সবার
প্রার্থনা করি হে প্রভু, সুখে ভরে যাক্
প্রাণময় হোক্ ধরায়, সব সংসার আবার।
. 😀😀😀😀😀😀
'ওমিক্রম' অতিমারি যম দিচ্ছে দূরে হুঙ্কার
ভয় আমরা কিছুতেই পাব না আর
লড়াইয়ে জিৎ হবেই সবার।
আবার বাজবে বাঁশি
পুলকিত হবে মন
ভরবে হাসি।
🙏