. # 'পহেলা-বৈশাখ-১৪৩১' #
(কবিতা)
মেঘের ভেলা সরিয়ে, আজ বাংলা-নববর্ষে -
এলো প্রথম রবি কিরণ,
অনুজ্জ্বল...যেন উচ্ছ্বাস বিহীন উৎসারণ।
নববর্ষ উৎসব উদযাপন ইচ্ছায় ভাটার টান
নেই অনেকের সেই উদ্দিপনা
স্তিমিত শেকড়ের টান, জাত নিয়ে ভাবে না।
ধনবানের উৎসবের ধরণ, প্রায় গেছে পাল্টে!
সবান্ধব তারা থাকে ঘরে
রঙিন নেশায় বুঁদ হয়ে, অন্য ভাবে উৎসব করে।
বাঙালির নিজস্ব বলে, থাকবে কি কিছু বেঁচে?
না থাকলে কার কি এসে গেল!
অত্যাধুনিক হতে বাঙালি ! জাত বিসর্জন দিল।
তবুও বুকে বাজে আশা, যখন ভেসে আসে গান
দূরের অখ্যাত অনুষ্ঠান থেকে -
"এসো হে বৈশাখ এসো এসো"...নববর্ষ আহ্বান।
****************************
সুব্রত ভৌমিক ১৪-০৪-২০২৪ কোল-৭৫
আজ নববর্ষ.... ১৪৩১ বঙ্গাব্দ।
****************************