.                       'ওরা কারা?'      
                           (ছড়া)        

'বেইমান' কেন গড় তুমি ? "আদি-পিতা ভগবান"!!
গড়লেই যদি! কেন চিহ্নিত কর না বলে 'শয়তান'।

হয়তোবা, কর্মফলের নিরিখে জন্মের এ বিধান
বল, কেন কষ্ট পাবে তোমার নিষ্পাপ অন্য সন্তান!

আজ বাংলার কি অবস্থা হয়েছে, তুমি দ্যাখো!
মুখোশ পরে বদমাশ গুলো, করছে বঙ্গ ধ্বংস।

বলবান শয়তানদের দল, সেজেছে আজ মহান্!
জঘন্যতম কাজে পটু, সেটাই ওদের ধ্যানজ্ঞান।

রক্ষক ভক্ষক হয়ে, তাদের নিয়ে করছে দল ভারী
অসহায় আমজনতার স্বাধীনতা, খাচ্ছে গড়াগড়ি!  

উচ্চ শিক্ষিতা তরুণী চিকিৎসকেও দেয় নি রেহাই!
কি দোষে? কার স্বার্থে? খুন !! জানতে চায় সবাই।

সকল বিভৎসতার সীমা ছাড়িয়েছে এ বলাৎকার
বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে, চেয়ে তাৎক্ষণিক বিচার।

আইন-আদালতের দীর্ঘসূত্রিতা... চায় না জনগন
অতীতে, ধামাচাপায় ছাড় পেয়েছে অনেক দুর্জন।

পিতা, কেন আছ নীরব! দেখেও বর্বর আচরণ!
দেখো... প্রতিবাদে সালামত থাকে নিরীহ সন্তান।

কলূষ মুক্ত কর মলিন ধরিত্রী, দয়া করে বিধাতা
সুখময় হোক সবার, ক্ষনিকের এই ধরণী যাত্রা।

****************************
সুব্রত ভৌমিক ২১-০৮-২০২৪ কোল-৭৫
****************************