. # ' নূতন দিনের শপথ' #
(কবিতা)
মনেকরি...দেশ স্বাধীনতার প্রকৃত দিন-
জানুয়ারির ছাব্বিশ,
তাহলে... পনেরই আগস্টের কি হবে?
সে দিনটা ছিল 'রাবিশ'।
উনিশ-শ সাতচল্লিশের পনেরই আগস্টে-
পায়নি দেশ 'পূর্ণ-স্বরাজ',
করেছিলেন 'রাণী' তাকে 'কেয়ার টেকার'!
যা...'ডোমিনিয়ন স্টাটাস'।
'বুড়োরা' ভাগ করেছিলো দেশ তড়িঘড়ি
মেনে ইংরেজদের সব শর্ত
চাওয়া-পাওয়ার 'লিস্ট' ছিল তাদের লম্বা !!
নিম্নগামী হল...ভারতবর্ষ।
মায়ের কোল খালি করে, লাখো বলিদানে-
রক্তে রাঙা স্বাধীনতার পথ,
একদিন...অবশ্যই ঘুরে দাঁড়াবে ভারতবর্ষ
নিয়ে উজ্জ্বল দিনের শপথ।
***************************
সুব্রত ভৌমিক ২৬-০১-২০২৪ কোল-৭৫
***************************