.       # 'নিমাই স্মরণে' #
              (কবিতা)

প্রথম বছর ঘুরলো...নিমাই দত্ত নেই  
কমে গেছে সকালে 'চা-বাগানে' হৈ চৈ,
সকলের আগে যেত, চায়ের আড্ডায়
ওর মত হাসি মুখের লোক, আর কৈ?

পরম স্নেহে, সর্বদা করত মোবাইল চর্চা
অক্লান্ত চলতো শেখার প্রয়াস সবখানে
নতুন নতুন সব 'অ্যাপ' হত ডাউনলোড
শেখাত সবাইকে সর্বদা, খুব খুশি মনে।

সে কি যে ওর আনন্দ ! যখন পেয়েছিল-
ময়দানে খুঁজে হারানো মোবাইল অক্ষত!
শিশুসুলভ সারল্যে, সদা জড়িয়ে থাকত
'আমি বড় মাস্তান'...ভাবটা রেখে চলতো।

দলের মধ্যে নিভছে দেউটি, একে একে
এক বছরেই দু'জন ! গেল অমৃতের পথে।
দলে ছোট থেকে বড়, সবাই লাইনে আছি
পরের 'চা-বাগান' ! স্বর্গ নরকের মাঝামাঝি।

*******************************
সুব্রত ভৌমিক ০১/০৬/২০২৪  কোল-৭৫
ঠিক এক বছর আগে SMWA ও 'চা-বাগান'-এর
সদস্য সবার প্রিয় বন্ধু নিমাই দত্ত মৃত্যু বরণ করেন।

********************************