# 'নিজে নিজে জামাইষষ্ঠী' #
(রম্যরচনা)
গতকাল ঘরে ঘরে ছিল জামাই ষষ্ঠীর আয়োজন
সিনিয়র, অতি সিনিয়র
প্রতিদিন সকালের চা-ক্লাবের বুড়ো বন্ধু বারজন
আমন্ত্রণ বঞ্চিত সব জামাই
শ্বশুর-শাশুড়ী বহুকাল পরলোকে করেছেন গমন
তাই, চাঁদা তুলে বন্ধুর ছাদে
সবাই, নিজেকে-নিজেই করেছি ষষ্ঠীর নিমন্ত্রণ।
এক বন্ধু বিদেশে, অন্যজন বৌয়ের শোকে মুহ্যমান
তাই অনুপস্থিত দু'জন।
নিজেরাই কিনে, ইলিশ-ভেকটি-আনাজ-মশলাপাতি
রান্নার ঠাকুর নিয়ে
সন্ধ্যায় শুরু ষষ্ঠী অনুষ্ঠান...রাত দশটার মধ্যে ইতি।
সিনিয়র মোস্ট প্রিয় বন্ধু 'শক্তি'-কে অনেক ধন্যবাদ
ওর ছাদে হয়েছে অনুষ্ঠান
হাসি মুখ নিয়ে সহ্য করেছে আমাদের সব উৎপাত্।
ওর মেয়ে সন্তান নেই
আনন্দে জামাইদের দিয়েজে একটা 'আম' উপহার।
যদি তাঁর আশীর্বাদে জীবন থাকে সুস্থ সুন্দর সবার
আবার হবে ষষ্ঠী বছর পর।
******************************
সুব্রত ভৌমিক ০৬-০৬-২০২২ কোলকাতা-৭৫
******************************