. # 'নববর্ষের আশা-২০২৪' #
(কবিতা)
ইংরেজি ক্যালেন্ডারের আজ প্রথম দিনের প্রভাত
দু'হাজার চব্বিশ সাল
অতীতের সব ভালোমন্দ থেকে শিক্ষা নিয়ে মানুষ
ধরুক আগামী দিনের হাল।
পাহাড় প্রমাণ সব আকাঙ্ক্ষাকে লাগাম পরিয়ে
উড়ুক মানবতার কেতন
আগামীতে, যুদ্ধ থামিয়ে হানাহানি বন্ধে ফিরুক
ভালোবাসার বাতাবরণ।
খুঁজতে খুঁজতে সুখ, মানুষ হয়ে যাচ্ছে অলস
স্থনির্ভরতা ছাড়ছে জমানা
প্রার্থনা করি নূতন বছরে ফিরে আসুক সম্বিত
লোভ-লালসাকে বলুক..."না"!
নূতন বছরে, হোক উদ্ভাসিত সব জীবন-যৌবন -
সাদাসিধা জীবন উচ্ছাসে
কলুষমুক্ত সমাজ গড়ে উঠুক সরল জীবন যাপনে
দেবত্ব আসুক, জনমানসে।
এতো শুভ কামনা আমার পূরণ হবে কোন পথে?
দিশা দিতে আমি পারবো না
আশায় সঁপেছি আমার মন-যন্ত্রণা তাঁর শ্রীচরণে
তিনিই করবেন পূর্ণ...বাসনা।
*****************************
সুব্রত ভৌমিক ০১-০১-২০২৪ কোল-৭৫
*****************************