. # 'মুঠোফোন' #
(কবিতা)
শুরুতে ছিল সে...শুধুই এক নিরীহ 'মুঠোফোন'
কতইনা আদরের ধন!
আজ !! সেই নিয়েছে মুঠোয় প্রায় সবার জীবন।
এক দন্ড, তাকে ছাড়া আর কারোর-ই চলছে না!
কারণে-অকারণে ব্যস্ততা
অনর্গল 'কল'... বা 'নেট' নিয়ে চলে পাগলপানা।
কফিনের শেষ পেরেক... বোধহয় গেছে সেঁটে!
ঘড়ি-টর্চ-ক্যালেন্ডার মৃতপ্রায়!
সবাই পাশাপাশি শুয়ে কাতরাচ্ছে, ওর পেটে।
কচি-কাঁচা, খোকা-খুকুর...মাথা খাচ্ছে চিবিয়ে !
কুরুচি, আবর্জনা ঢুকিয়ে-
অকালে...বহু অমূল্য প্রতিভা আজ যাচ্ছে ঝরে।
তবে, 'মুঠোফোন' সব কিছুই বিষিয়ে করছে না নষ্ট,
অজানা আজ হাতের মুঠোয়!
জ্ঞান-আহরণ হয়েছে আজ সহজ, নেই সেই কষ্ট।
পোস্ট অফিসের পোস্টকার্ড প্রায় বাতিল এখন,
বার্তার, মূহুর্তে হচ্ছে বিশ্বায়ন!
ঝড়ের গতিতে এগোচ্ছে সভ্যতার বিজয় কেতন।
জীবন হয়ে যাচ্ছে প্রতিদিন, সহজ থেকে সহজতর
ঘরে বসেই পেমেন্ট হাজারো !
সাহিত্য-গান-মনোরঞ্জন-অফিস, যা ইচ্ছে তাই করো।
মুঠোফোনকে অনাগত কালও করবে সাদর আমন্ত্রণ,
অনৈতিক কাজে না লাগালে-
যুগ যুগ ধরে সে মসৃণ করেই চলবে... মানব জীবন।
*******************************
সুব্রত ভৌমিক ২১০৭২০২৩ কোল-৭৫
'মুঠোফোন' বলতে, 'মোবাইল-ফোন' ভেবেছি।
*******************************