.           # 'মেঘের ছড়া' #
                             ✍️ সুব্রত ভৌমিক
                             ২৫শে জুলাই২০২৪,
                              কোলকাতা-৭৫

জলদ মেঘের পড়েছে আকাল
কোথায় গেল? চেনা বর্ষাকাল।

আষাঢ় পেরিয়ে এসেছে শ্রাবণ
কিন্তু, নেই ঘনঘোর বৃষ্টির ধরন।

মেঘের দেশেও কি নেই একতা?
টুকরো মেঘ, ছেটায় ছিটেফোঁটা।

ওদেরও কি হয়েছে অনেক দল?
অনাবৃষ্টি ধরায়, কি তারই ফসল?

পৃথিবী থেকে নিও না মেঘ শিক্ষা!
একতা ফিরিয়ে, আন স্বস্তির বার্তা।

ভুলোনা, বাস্প থেকে তোমার সৃষ্টি
বর্ষার জলেই বাঁচ...তুমি ও প্রকৃতি।

তাই, এসো "সজল ঘন" তাড়াতাড়ি
তুমি এলে, প্রাণ ফিরে পাবে ধরিত্রী।

**********************