. # 'মায়াপুর ধাম'#
(কবিতা)
হরে কৃষ্ণকৃষ্ণ, হরে রামরাম
শ্রীকৃষ্ণ-ময়...মায়াপুর ধাম।
ভক্তিভরে চাইলে শোনা যায়
বাতাবরণে...মহাপ্রভুর নাম।
সুপ্ত ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে
নদের এ পূণ্যভূমির সংস্পর্শে,
অপার্থিব অনুভূতি গ্রাস করে!
মন মেশে, 'আনন্দময়-কোষে'।
হিন্দু মুসলিম সেথায় ভাইভাই
'ভক্ত চাঁদ-কাজী', পূজিত তাই।
প্রেম একবারই ধরে ছিল কায়া-
শ্রীচৈতন্যের বেশে, ধন্য নদীয়া।
'ইসকন'-এর সংগঠন মায়াপুর
রক্ষা করছে সনাতন ধর্ম হিন্দুর,
কোন গুণগান তাদের নয় যথেষ্ট
বিশ্বভাতৃত্ব বিকশিত সেথা, শ্রেষ্ঠ।
সার্বজন নেচে ভজে শ্রীকৃষ্ণ নাম
২৬জন দেখে এলাম মায়াপুর ধাম।
ফেলে এসেছি 'নদে', মন আমার
যাওয়ার ইচ্ছে থাকল...বারবার।
************************
সুব্রত ভৌমিক ১৫০৩২০২৩ কোল-৭৫
*************************