.           # 'মাতৃদিবস-২০২৪' #
                        (ছড়া)

অপেক্ষায় দাঁড়িয়ে তুমি, জীবনের ওপাড়ে
পরজন্মে আবার আমায়, নেবে যে কোলে!

জন্ম জন্মান্তরে চাই হতে, তোমারই সন্তান
তোমার মত মায়ের আঁচলে, ধন্য এ জীবন।

পেরিয়েছি...জীবন পথের সাড়ে-তিন ভাগ
তোমার শিক্ষায় রেখে গেলাম সামান্য 'দাগ'।

আবছা আবছা ভাসে... শৈশবের সুখ স্মৃতি
শূণ্যে ছুঁড়ে দিয়ে, লুফে আদর করতে তুমি।

আমায় দিয়েছ গর্ভমুক্তি...দিয়েছ স্নেহমুক্তি
স্নেহ-আঁচলে বাঁধলে !! সামান্য হতাম আমি।

বুঝিয়ে, সাহস দিয়েছ দুর্গম পথে যেতে একা
সে যুগে কুচবিহার ছেড়ে এসেছি কোলকাতা।

বয়সকালে, কিছুটা সময় ছিলাম পাশে পাশে
সামান্য সেবা করে আমি ধন্য, ভাবি বসে বসে।

'মাতৃ দিবস' বলে আমার নেই কোন দিন ভিন্ন
বছর ভর থাকো সাথে সাথে, তুমি যে অনন্য।

জীবন-সংগ্রাম শেষে, পারিনি হতে কেউকেটা
যতটুকু পেরেছি করতে, তোমার কৃতিত্ব সবটা।

আজ, আন্তর্জাতিক মাতৃদিবসের বিশেষ দিনে
রইল আমার প্রনাম, বিশ্বের সব মায়ের চরণে।

****************************************
সুব্রত ভৌমিক  ১২মে২০২৪ রবিবার কোল-৭৫
'আন্তর্জাতিক মাতৃ দিবস'
*****************************************