.                  # 'মধ্যবিত্ত' #
                        (ছড়া)

জনগণ, যারা থাকে খুব চাপে ! মাঝখানে
তাকেই মধ্যবিত্ত বলে...সব লোকই জানে।

'নুন' মেখে...যারা রোজ 'পান্থা' খেতে পারে
তারা নিম্ন-মধ্যবিত্ত, ভিখারির ঠিক উপরে।

ধনী ও শ্রমিকের মাঝে থাকে উচ্চ-মধ্যবিত্ত
থাকা-খাওয়ার পরেও বাঁচে...সামান্য অর্থ।

সমীক্ষায় প্রকাশিত, ২০০৯ বিশ্বের খবরে
অর্ধেকের বেশি মানুষ, আছেন এ-চত্ত্বরে।

সুস্থ গণতান্ত্রে, খুব প্রয়োজন সুস্থ মধ্যবিত্ত
বিংশ শতাব্দী অব্দি যাচ্ছিল সব প্রায় সুষ্ঠ।

হালে সবখানে দূষণে, বিপদে 'মিডল-ক্লাস'
বেকারত্ব করছে তাদের, সবখানে সর্বনাশ।

দুর্নীতির ভয়ংকর থাবায় মধ্যবিত্ত দিশেহারা
বছর বছর প্রতিবাদেও ! নেই কোনই সুরাহা।

'কৃত্রিম-মেধা', বাজাচ্ছে  চাকরি খাওয়ার ডঙ্কা
একে নিয়েই জাগবে, নুতন এক মধ্যবিত্ত পন্থা।

'মিডিল-ক্লাস' থাকবেই  চিরকাল বিশ্ব-দরবারে
রূপ বদলাবে বারবার...টিকে থাকার তাগিদে।

*************************
সুব্রত ভৌমিক  ০৭০৬২০২৪  কোল-৭৫
*************************