. # 'মাকে মনে পড়ে' #
(কবিতা)
কোন দিন, সে রকম ভাবে মনে পড়ে না-
শিক্ষা দিতে 'মা' দিয়েছেন কোন যন্ত্রণা।
আমার সব আবদারেই ছিল তাঁর সায়
পড়তে বসা ! একান্তই ছিল আমার দায়।
উচিৎ-অনুচিৎ করেছি বিচার একা-একা !
দিকভ্রষ্ট হইনি...মূলে হয়তঃ সেই শিক্ষা।
পরিণত বয়সে বুঝেছি সে শিক্ষা কত দামি!
মানুষ নিজেকে যা শেখায়, তাই চিরগামী।
অপরের শেখান বুলি ! সহজেই সবাই ভুলি
"ডুস-এ্যান্ড-ডোন্টস" শিক্ষাই সবার বড় মানি।
'মা' চলে গেছেন ছেড়ে, হল প্রায় তিন যুগ
ভুলিনি মায়ের আঁচল, যেথায় ছিল সর্ব-সুখ।
মাতৃ দিবসের কথা ! আমার মনেই থাকে না
কোন দিনই, তাঁকে যে ভুলে থাকতে পারি না!
ওগো 'মা', তোমার আদরের ছেলে-
বয়সে 'হীরক-জয়ন্তী' পেরোবে! আগামী বছর
এই বুড়ো ছেলেটার নিও...প্রনাম ও আদর।
***************************
সুব্রত ভৌমিক ১৪-মে-২০২৩ কোল-৭৫
আজ... "আন্তর্জাতিক মাতৃদিবস"
***************************