. #'লাচ্ছা-পরোটা'#
(কবিতা)
আজ পঁচাত্তরে, শীতের ভোরে
খোসমেজাজে সব গানের সুরে।
'লাচ্ছা পরোটা' সাথে এগ-কারি
খেতে খেতে মন খুলে গল্প জুড়ি।
দু'বার করে ভাঁড়ে গরম গরম চা!
এটাই স্বর্গ ধরায়.... এটাই বাঁচা।
হুঁশ করে কত বছর পেরিয়ে গেল
হিসেব কষলে ! নিট ফল জিরো।
পৃথিবী থেকে, শুধুই নিয়ে গেলাম
কুলের জন্য জীবন ঢেলে দিলাম।
উচিত ছিল হওয়া কিছুটা সার্বজনীন
সংসারে না থেকে চিরদিন অন্তরীণ।
হয়তঃ, রাখতে পারতাম ছোট্ট আঁচড়
ভুলে যেতো না বন্ধু-বান্ধব ও বংশধর।
যাকগে...যা হবার তা তো হয়েই গেছে
আঁকড়ে থাকব আমি! যাব না সহজে।
**********************************
সুব্রত ভৌমিক ২৮-০১-২০২৪ কোল-৭৫
**********************************