শিরোনাম: 'কিছু অনুভূতি''
       কলমে: সুব্রত ভৌমিক
       তারিখ: ১৭-০৩-২০২৫
*****************************

শুকনো বালি কিম্বা তুষার ঝড়
          দু'টোই কষ্টকর।
গায়ে মেখে রুক্ষ বরফের কুচি
         গাছের কষ্ট বুঝি।
কুয়াশা ও মেঘ ঢাকে রবি-কর
           ক্ষুধায় তরুবর।
শীতের পর ডালে বসন্তের ছোঁয়া
        বর্ণময় ভালোলাগা।
ল্যাম্প-আলোর বিচ্ছুরণে আভা
       আনে কৃত্রিম শোভা।
জোৎস্না-ভরা মায়াবী রাতের রূপ
        ধরায় স্বর্গ স্বরূপ।
মরুভূমিতে আনা সবুজ-শোভা
       সভ্যতার বিজয় গাথা।
শিশু-সুলভ মন যেন কাঁচা সোনা
         সারা জীবনের গহনা।
দেখেছি বহু ধনী দেশের আতিশয্য
        কিন্তু মাতৃভূমিই শ্রেষ্ঠ।

         ---------- x-------