শিরোনাম : 'কুর্নিশ'
. কলমে: সুব্রত ভৌমিক
কোলকাতা-৭৫
. তারিখ: ০৬-০৪-২০২৫
*****************************************
ভোরবেলা... দু'হাজার বাইশের পঁচিশে এপ্রিল,
চমকানো খবরে চোখ আটকালো সংবাদপত্রে,
অবিশ্বাস্য সেই আনন্দের খবর ছিল এই বলে...
হিন্দু বন্ধুর শ্রাদ্ধ করল এক মুসলিম ! হিন্দুমতে !
ভীষণ ভাবে চমকে উঠলাম এই খবরের জেরে...
গোগ্রাসে গিললাম প্রতিবেদন... দু'-তিন বার !!
আনন্দে, কৃতজ্ঞতায় ভরল মন, কন্ঠ হল রুদ্ধ,
ভাবলাম এমন সুন্দর যদি হত! বিশ্ব-সংসার।
এই না ভেবেই ছুটলাম সবখানে !... মনে-মনে,
কল্পনার চোখে দেখলাম কিছুক্ষণ, বিশ্বটাকে।
ধর্মের দাপাদাপি ! কোথাও পড়লই না চোখে
মানুষ আছে স্ব-স্ব-ধর্মে, মহাসুখে হিংসা ভুলে।
চেতনা ফিরল টিভি-র 'ব্রেকিং' সংবাদ শুনে,
বিশ্বযুদ্ধ আসন্ন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে।
কেন এত হিংসা, স্বার্থপরতা, দু'দন্ড-জীবনে?
কেন থাকে না দু'বন্ধুর মত সবাই ?...শান্তিতে।
----------------x-------------