. ক্ষুদিরাম বসু ফেরেননি
(কবিতা)
কথা দিয়েছিলেন তিনি ফিরে আসবেন
. হলে, দশ মাস দশ দিন পার
হাসতে হাসতে করে ছিলেন মৃত্যু বরণ
. ফাঁসির মঞ্চেও কি নির্বিকার !!
মননে ছিল, শুধুই স্বাধীন ভারতের স্বপ্ন
কৈশরে-ই পুরুষ সিংহ !!
সশস্ত্র-বিপ্লবী-অষ্টাদশ এই যুবকের শৌর্যে -
বৃটিশরাজও ভয়ে কেঁচো !!
কোন ঝুঁকি নেননি পরাধীন ভারতের জজ
অপূর্ণ ছিল বন্দীর শেষ বাসনা
পাষন্ডের মত ব্যবহার করেছিল বৃটিশরাজ
ছিল সে শয়তানের জমানা।
শুধু তিন মুঠো ক্ষুদ দিয়ে তাঁকে কিনে ছিলেন-
আদরে, তাঁর আপন মাসী,
তাই, শৈশবে অসময়ে মৃত্যু পারেনি নিতে প্রাণ
কৈশরে আত্মদান ! নিয়ে ফাঁসি।
কেন এখনো তিনি আসেননি ফিরে...জানিনা
হয়তোবা দেখছেন ভন্ডামি
চৌর্যবৃত্তি, প্রায় সব মানুষের এখন ধ্যান-জ্ঞান
নেতৃত্ব প্রায়ই করেন গুন্ডামি।
স্বাধীনতা সংগ্রামের ঊষালগ্নে প্রথম শহীদ
বাঙালী...বসু ক্ষুদিরাম
তাঁর...একশো ষোলতম তিরোধান দিবসে
রইল সহস্র বিনম্র প্রণাম।
*******************************
সুব্রত ভৌমিক ১১-০৮-২০২৩ কোল-৭৫
********************************
গতবছরের কবিতা সামান্য আপডেট করে রিপোস্ট